১০ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে উদ্ভট তথ্য দিচ্ছে সরকারের মন্ত্রীরা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী ১০ ডিসেম্বর- মানবাধিকার দিবসে বিএনপি নাশকতা ও দেশব্যাপী অরাজকতা তৈরি করতে পারে বলে সরকারের মন্ত্রীরা যেসব বক্তব্য দিচ্ছেন তা উদ্ভট।
রিজভী বলেন, "প্রায়ই এ ধরনের উদ্ভট তথ্য দেন সরকারের মন্ত্রীরা। জঙ্গি ও নাশকতার নাটক আওয়ামী লীগই বানায়।" এমন তথ্যের উৎস কোথায়, তাও জানতে চেয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
আজ বুধবার (৬ ডিসেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এর আগে এদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মানবাধিকারের দিবসে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দাবি করে বলেন, "আজকে আন্দোলনে ব্যর্থ হয়ে অগ্নিসন্ত্রাস ও নাশকতা দিয়ে তারা (বিএনপি) আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চায়। মানবাধিকার দিবসে সারাদেশ একটি বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে।
এই প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে বিএনপির ভাষ্য তুলে ধরেন রিজভী। এসময় তিনি অভিযোগ করেন, লোক লাগিয়ে, অর্থ দিয়ে, প্রতারণা করে বা প্রলোভন দেখিয়ে দু–একজন ছাড়া নাম শোনা যায়নি, এমন বিএনপি নেতাদের আওয়ামী লীগ নির্বাচনে ভিড়িয়েছে।
'কারা সংসদ সদস্য হবে, সবই প্রস্তুত' উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, যাঁরা নির্বাচন করছেন, সবাই তো প্রধানমন্ত্রীর লোক। যারা এই পাতানো নির্বাচনে অংশ নিচ্ছেন, তাঁদের যদি ন্যূনতম দেশপ্রেম থাকে, নৈতিকতা থাকে, তাহলে প্রহসনের নির্বাচন করে দেশবাসীর কাছে নিজেকে ছোট করবেন না।