শুধু ভারত নয়, দুয়েকটি রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু ভারত নয়, একাত্তরের বিরোধিতাকারী দলসহ দুয়েকটি রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
তিনি বলেন, 'পার্শ্ববর্তী দেশ থেকেই শুধু অপতথ্য, অপপ্রচার ও (বিএনপির ওপর) কলঙ্ক লেপনের চেষ্টা হচ্ছে না, দেশের ভেতর থেকে দুয়েকটি রাজনৈতিক দলও ঘোলা পানিতে মাছ শিকারের মতো রাজনৈতিক ফায়দা তুলতে চাচ্ছে।'
রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটো শ্রমিক দলের পক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।
এসময় রিজভী বলেন, 'এই সময়ে সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, কিন্তু কয়েকটি দল শুধুমাত্র তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থে এই শক্তিগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে।'
চাঁদাবাজদের একটি দল পালিয়ে গেছে, জনগণ চাঁদাবাজদের আরেকটি দলকে দেখতে চায় না- জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, 'আমরা কি বুঝতে পারছি না আপনি কাদের বোঝাতে চাইছেন? শেখ হাসিনার ব্যাংক আত্মসাতের পর, ৫ আগস্টের পর আপনাদের আত্মসাৎও জনগণ দেখেছে।'
দলটির উদ্দেশে এই বিএনপি নেতা বলেন, 'আপনাদের একাত্তরের অর্জন কী? আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন।'
তিনি আরও বলেন, 'জিয়ারউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এই গৌরব- একাত্তরের গৌরব, নব্বইয়ের গৌরব বিএনপির। কারণ সেদিনও আপনারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে এরশাদের নির্বাচনে গিয়েছিলেন। এটিও জনগণ দেখেছে। তবে ৮৬'র নির্বাচনে বিএনপি যায়নি। কারণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন করব না।'