জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ: যুক্তরাষ্ট্র এখনও নিশ্চিত করেনি, জাপান আগ্রহী
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন জানিয়েছেন, বাংলাদেশে ৭ জানুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি যুক্তরাষ্ট্র এখনও নিশ্চিত করেনি।
রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সেহেলী সাবরীন বলেন, জাপান ১৬ সদস্যের নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়াও দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন এবং ওআইসি নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে। ভারত তিনজন পর্যবেক্ষক পাঠাবে, আর ফিলিস্তিন পাঠাবে ছয়জন।
মুখপাত্র জানান, বর্তমানে বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।
সেহেলী সাবরীন বলেন, আরও কিছু আবেদন আছে। সেগুলো বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
'যে আবেদনগুলো পাওয়া গেছে, সেগুলোর ওপর কাজ হচ্ছে। যখন নিশ্চিত হবে, নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে,' বলেন তিনি।
৭ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম জানান, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক হিসেবে ১৩১ জন এবং সাংবাদিক হিসেবে ৪৮ জন আবেদন করেছেন। মোট আবেদন করেছেন ১৭৯ জন।
বিদেশি পর্যবেক্ষকদের আবেদনের সময় ৭ ডিসেম্বর শেষ হয়েছে; ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের।
উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। এছাড়া মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয় ৩০ নভেম্বর। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের এবং নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর চলবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। এর পরদিন ১৮ ডিসেম্বর থেকে ভোটের ৪৮ ঘণ্টা, অর্থাৎ ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানো যাবে।