প্রার্থীতা ফিরে পেতে ইসিতে চলছে তৃতীয় দিনের আপিল শুনানি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়ে তৃতীয় দিনের মতো আপিল শুনানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টা রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে এ শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে এ শুনানি অনুষ্ঠিত হচ্ছে।
শেষ খবর অনুযায়ী, এ পর্যন্ত চারটি আপিল মঞ্জুর হয়েছে। বাতিল হয়েছে তিনটি আপিল। দুটি আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ইসির তথ্যমতে, আপিল মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে আছেন ঠাকুরগাঁও-৩ আসনের মো. আশা মনি এবং সুনামগঞ্জ-২ আসনের মিজানুর রহমান। তারা দুজনই স্বতন্ত্র প্রার্থী।
অন্যদিকে আপিল নামঞ্জুর হওয়া প্রার্থীরা হলেন, ভোলা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী মিজানুর রহমান এবং চাঁদপুর-৫ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. মনির হোসেন মজুমদার।
এছাড়া গোপালগঞ্জ-২ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী মো. ফুলমিয়া মোল্লাসহ দুজনের আপিলের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
গত ১৫ নভেম্বর কাজী হাবিবুল আউয়াল ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৩০০টি সংসদীয় আসনের বিপরীতে মোট ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই-বাছাইকালে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। প্রার্থিতা ফিরে পেতে ইসির কাছে মোট ৫৫৮টি আপিল জমা পড়েছে।
গত রবিবার (১০ ডিসেম্বর) থেকে এ শুনানি শুরু হয়। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুনানি চলবে। রায়ে প্রার্থীর সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ পর্যন্ত মোট ১১১ জন প্রার্থী এখন পর্যন্ত আপিল করে তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।