২০২৪ সালে বাংলাদেশের মূল্যস্ফীতি ৭.৩ শতাংশ হওয়ার পূর্বাভাস মাস্টারকার্ডের
২০২৪ সালে বাংলাদেশে ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি ৭ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলে এক পূর্বাভাসে জানিয়েছে মাস্টারকার্ড ইকোনমিক্স ইনস্টিটিউট (এমইআই)। অন্যদিকে, গত নভেম্বরে এই মূল্যস্ফীতির হার ৯ দশমিক ৪৯ শতাংশ ছিল বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মাস্টারকার্ডের বিশ্ব অর্থনীতি-বিষয়ক এই অঙ্গপ্রতিষ্ঠান বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির বিষয়েও ইতিবাচক ধারণা করছে। চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে তাঁরা প্রক্ষেপণ করেছে, যা বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের প্রক্ষেপণের কাছাকাছি। তবে বিশ্বব্যাংকের শঙ্কা, আগামী বছরে প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে নামবে।
পশ্চিমা দেশসহ বিশ্বের প্রধান প্রধান অর্থনীতিগুলোয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলা আসায় এমইআই প্রত্যাশা করছে, একারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মুদ্রানীতিও স্বাভাবিক অবস্থানে ফিরবে। তবে এতে অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা মন্থর হয়ে পড়ার কথাও স্বীকার করেছে সংস্থাটি।
গত ১১ ডিসেম্বর প্রকাশিত 'ইকোনমিক আউটলুক ২০২৪': স্ট্রাইকিং অ্যা ব্যালান্স বিটুইন প্রাইসেস অ্যান্ড প্রায়োরিটিজ' শীর্ষক প্রতিবেদনে এমইআই বলেছে, "বৈশ্বিকভাবে ২০২৪ সালে মূল্যস্ফীতির চাপ কমে আসার প্রবণতা দেখা যাতে পারে।"
২০২৪ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি ৪ দশমিক ৯ শতাংশে নামবে, চলতি বছর যা রয়েছে ৬ শতাংশে। তবে মহামারির আগের সময়ের ২ দশমিক ৭ শতাংশ মূল্যস্ফীতি হারের চেয়েও এটা অনেকটাই বেশি।