৮ বছরে মধ্য ঢাকায় সবুজ, ফাঁকা জায়গা কমেছে ১৬ শতাংশ: গবেষণা
বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, আট বছরের ব্যবধানে মধ্য ঢাকা এলাকায় সবুজ ও ফাঁকা জায়গার পরিমাণ প্রায় ১৬ থেকে ২০ শতাংশ কমেছে।
বিআইপি সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে টেকসই নগরায়নের জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা বা ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) বাস্তবায়নে ক্রমবর্ধমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরে গবেষণার ফলাফল প্রকাশ করেন।
সুমন বলেন, ১৯৯৫ থেকে ২০২৩ সালের মধ্যে ঢাকার জলাশয় ৩১ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৬০ শতাংশ হয়েছে, যেখানে একটি শহরে কমপক্ষে ১২ শতাংশ জলাভূমি থাকা প্রয়োজন।
একই সময়ে মধ্য ঢাকার সবুজ এলাকার পরিমাণ ২৬ শতাংশ থেকে প্রায় ২২ শতাংশে নেমে এসেছে। এছাড়া নির্মাণ এলাকাও ২৬ দশমিক ৫ শতাংশ থেকে ৪৯ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সমীক্ষায় দেখা গেছে, গত আট বছরে সবচেয়ে বেশি কমেছে সবুজ এলাকা।
সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিষয়ের প্রফেসর আদিল মোহাম্মদ খান তার প্রেজেন্টেশনে বলেন, ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ঢাকার জনসংখ্যা ৭৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে।
তিনি বলেন ব্যক্তি, রিয়েল-এস্টেট কোম্পানি এবং অনেক সরকারী সংস্থাসহ অনেকেই অবৈধভাবে শহরের জলাভূমি ভরাট করে এটিকে ক্রমাগত বসবাসের অযোগ্য করে তুলছে।
সুমন অভিযোগ করেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সম্প্রতি রাজধানীর মিরপুরে একটি জলাভূমিকে চাষযোগ্য জমিতে পরিণত করতে মাটি ভরাটের কাজ করছে। তবে পরিকল্পনা অনুযায়ী, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট এবং বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানটির অবকাঠামো পরিবর্তন করা হবে বলে তিনি দাবি করেন।
সুমন জানান, জলাভূমি সংরক্ষণ আইন ২০০০ অনুযায়ী এ ধরনের জলাভূমির পরিবর্তন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ, বাংলাদেশ রেলওয়ে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ আরও কয়েকটি সরকারি সংস্থা বিগত বছরগুলোতে শহরের অনেক জলাভূমি ভরাট করেছে।
মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সুলতানা কামাল বলেন, সরকারি সংস্থাগুলো পাবলিক এলাকা দখল করছে। কারণ তাদের কোনো জবাবদিহিতা নেই এবং সংস্থাগুলো দেশের আইন উপেক্ষা করছে।
তিনি বলেন, আইনের শাসনের অভাবে একের পর এক জলাভূমি বিলীন হয়ে যাচ্ছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর ক্ষমতার অপব্যবহার করে বিদ্যমান আইন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন করছে।
তিনি বলেন, 'জলাভূমিতে মাটি ভরাটের জন্য কৃষি সংস্থাকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।'