২২৭ বিদেশি পর্যবেক্ষক থেকে আবেদন পেয়েছে ইসি, রোববার আন্তঃমন্ত্রণালয় সভা
এখন পর্যন্ত ২২৭ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও সংবাদ সংগ্রহ করতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন।
রোববার (১৭ ডিসেম্বর) বিদেশিদের ভিসা ছাড়পত্র ও অ্যাক্রেডিটেশন প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট ৮টি দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।
ইসিসূত্রে জানা গেছে, ১৫৬ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৭১ জন বিদেশি সাংবাদিক নির্বাচন পর্যবেক্ষণ ও নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
এছাড়া আসন্ন নির্বাচন উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ ও সুরক্ষা সেবা বিভাগ, এনএসআই, এবং ডিজিএফআই-এর প্রতিনিধিদের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় সভা করবে ইসি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্মেলনকক্ষে ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হবে।