যদি মরে না যাই, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব: মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, যদি মারা না যান, তাহলে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবেন।
রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে সশরীরে জেলা যুগ্ম ও দায়রা জজ আদালতে হাজির হয়ে শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের সংসদ সদস্য নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী মাহিকে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল নির্বাচন অনুসন্ধান কমিটি। কারণ দর্শানোর ব্যাখ্যা দিতে রোববার বেলা ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হন মাহিয়া মাহী।
প্রায় এক ঘণ্টা শুনানি শেষে মাহী সাংবাদিকদের বলেন, 'আমি যেহেতু চলচ্চিত্র জগতের মানুষ, তাই নির্বাচনী আচরণবিধি নিয়ে আমার মধ্যে কনফিউশন ছিল। আমি ভোটারদের সাথে দেখা করেছি, তাদের দোয়া চেয়েছি। এটাও যেহেতু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে, তাই আদালতের কাছে আমার বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছি, তাদের কাছে ক্ষমা চেয়েছি। আদালত আমাকে ক্ষমা করে কঠোরভাবে সতর্ক করেছেন, যাতে এ ঘটনার পুনরাবৃত্তি না হয়।'
এক প্রশ্নের উত্তরে মাহি সাংবাদিকদের বলেন, 'ভোটের মাঠ এখন পর্যন্ত ভালো আছে। আগামীকাল প্রতীক বরাদ্দের পর সম্পূর্ণভাবে নির্বাচনের মাঠে নামব। যদি মরে না যাই, বেঁচে থাকি, শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাব।'
তিনি বলেন, 'এখন পর্যন্ত কেউ হুমকি দেয়নি। আমার কর্মীরাও বাধার সম্মুখীন হয়নি। এরকম কোনোকিছু হলে অবশ্যই আমি আপনাদের (সাংবাদিকদের) জানাব।'
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন মাহি। কিন্তু সেই আসন থেকে তিনি মনোনয়ন পাননি।
দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে মাহি রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের গরমিলে তার মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা। পরে নির্বাচন কমিশনে আপিলের পর তিনিত প্রার্থিতা ফিরে পান।