জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কিনা, আনুষ্ঠানিক সিদ্ধান্ত বিকালে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কী নেবে না, সে বিষয়ে আজ (১৭ ডিসেম্বর) বিকালে সিদ্ধান্ত জানাবে দলটি।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু দুপুর ১ টার দিকে দলের চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংক্ষিপ্ত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, "জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।"
তিনি বলেন, "নির্বাচনে থাকা না–থাকা সরকারের সঙ্গে সমঝোতার বিষয় নয়, দলীয় সিদ্ধান্তের বিষয়। আরও কয়েক ঘণ্টা সময় নেওয়া হচ্ছে নিজেদের প্রয়োজনে।"
"আমরা আসন চেয়েছি কি চাইনি, সেই বিষয়ে কোনো প্রশ্নের জবাব এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই। তবে একটি কথা বলব, আমরা যাই করি না কেন- আমাদের দলের চেয়ারম্যানের নেতৃত্বে ও তার নির্দেশে আমরা সমস্ত সিদ্ধান্ত নেই," যোগ করেন তিনি।