জোট থেকে নয়, নিজস্ব প্রতীকেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। তবে কোনো জোট থেকে নয়, নিজস্ব প্রতীকেই নির্বাচনে অংশ নেবে দলটি।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বনানীস্থ জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার বিষয়ে চুন্নু বলেন, '২৮৩টি আসনে আমরা ভোট করছি। কিছু কিছু জায়গায় কৌশল থাকতে পারে, সেটা এখন আপনাদের বলছি না।'
চুন্নু বলেন, 'জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এবং সে অনুযায়ী কার্যক্রম চালিয়ে আসছিল। সরকার ও নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি ছিল একটা ভাল পরিবেশে যদি নির্বাচন হয়, মানুষের যদি এই নির্বাচনে আস্থা থাকে, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।
তিনি বলেন, 'এখন পর্যন্ত সরকার ও নির্বাচন কমিশনের আশ্বাসে মোটামুটিভাবে একটা আস্থা এসেছে নির্বাচনটি তারা সুষ্ঠুভাবে করতে চায়। সরকারের পক্ষ থেকেও নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ কারণে আমরা পার্টি ও পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে দলের যারা প্রার্থী হয়েছেন তাদের জানাচ্ছি যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। সেই সাথে নির্বাচন যাতে প্রতিদ্বন্দিতামূলক হয় সে লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করে যাবে।'
চুন্নু বলেন, 'আমরা আশাবাদী গণতন্ত্রকে রক্ষার জন্য মানুষ স্বতস্ফূর্তভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করবে ।
এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, 'আমরা নির্বাচন করছি ২৮৩টি আসনে। সেই আসনে আর কোন দলের প্রার্থী আছে, কে বিদ্রোহী প্রার্থী হয়েছে, কে স্বতন্ত্র প্রার্থী সেগুলো আমরা চিন্তা করছি না। আমরা নির্বাচনে লড়ে যাব।'
চুন্নু আরো বলেন, 'আমরা একটি স্বতন্ত্র দল। আমাদের নিজস্ব একটি রাজনীতি আছে। আমাদের কর্মসূচি আছে। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে চাই। সেজন্য আমাদের একটি রূপরেখা আছে।'