কারাগারে বিএনপি নেতা-কর্মীদের ওপর অত্যাচার-জুলুম চলছে: রিজভী
কারাগারে বিএনপি নেতা-কর্মীদের ওপর অত্যাচার জুলুম চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
"কেরানীগঞ্জ কারাগারে যেভাবে অত্যাচার-জুলুম চালাচ্ছে, বন্দি নেতা-কর্মীদের আত্মীয়-স্বজন দেখা করে এসে নির্মম নির্যাতনের যে বর্ণনা দিচ্ছে, তা দেশের মানুষের হৃদয়কে নাড়া দিচ্ছে। বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচির তিন দিনের আজ প্রথম দিন ছিল। প্রথম দিনে বিভিন্ন ঘটনা ও নির্যাতনের মধ্যেও বিএনপি ও সমমনা দলগুলো তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জানান দিয়েছে জনগণ ও জনশক্তি এই স্বৈরাচারী সরকারের পক্ষে নাই। "
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিরোধী দলের ওপর তারা (সরকার) এই অসভ্য আচরণ করছে, আমি এর তীব্র নিন্দা জানাই।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা 'দুঃশাসনের মাফিয়া চাকরের মতো আস্ফালন দেখাচ্ছে' মন্তব্য করে তিনি বলেন, "তারা নির্বাচনী মাঠ একপাক্ষিক করার জন্য কতগুলো পদক্ষেপ নিয়েছে; প্রথম পদক্ষেপ হলো- বিরোধী দলের নেতা-কর্মীদেরকে ভয় দেখানো সাজানো মিথ্যা মামলা দেওয়া এবং পূর্বপরিকল্পিত নাশকতা করে– সেগুলোর মধ্যে নেতা-কর্মীদের নাম দেওয়া।"
এর আগে বুধবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের অসহযোগ আন্দোলনের পদক্ষেপ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপি নেতা-কর্মীদের কোনো মামলায় আদালতে হাজির না হওয়ার আহ্বানও জানান তিনি।
এছাড়া কর, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল পরিশোধ স্থগিত করে সরকারকে সহযোগিতা না করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।