এক বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২২৯ শতাংশ
নতুন আলুর সঙ্গে পুরোনো আলুও এখনো বাজারে বিক্রি হচ্ছ। তবু আলুর দাম কমছে না। গত বছরের ডিসেম্বরের তুলনায় এ বছরের একই সময়ে আলুর দাম বেড়েছে ২২৯ শতাংশ।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, ঢাকায় মানভেদে প্রতি কেজি নতুন ও পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। গত এক মাসে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশের মতো।
গত বছরের এ সময়ে ঢাকার বাজারে আলুর কেজি ছিল ১৬ থেকে ২২ টাকা। এক বছরের ব্যবধানে আলুর দাম বেড়েছে ২২৯ শতাংশ।
শুক্রবার কল্যাণপুর, মগবাজার ও হাতিরপুল বাজারের তথ্য নিয়ে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায় আর পুরোনো আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়।
সাধারণত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাজারে নতুন আলু আসে। এরপর এর দাম কমতে শুরু করে বলে জানান ব্যবসায়ীরা। কিন্তু এবার সেটা হয়।
কল্যাণপুরের বিক্রেতা মোহম্মদ আনোয়ার হোসেন বলেন, '৭০ টাকা কেজি নতুন আলু। গত বছর এই সময় নতুন আলুর বিক্রি করেছিলাম ৪০ টাকা কেজি। আর পুরানো আলু বিক্রি করেছিলাম ২০ টাকা কেজি।'
মগবাজারে কথা হয় রেজওয়ান সিকদারের সঙ্গে। তিনি বলেন, 'শীতের সময় আলু ও সবজির দাম কম থাকে। কিন্তু এবার তো গত বছরের তুলনায় দ্বিগুণ দামে সবজি কিনতে হচ্ছে। এখনও সিমের কেজি ৭০ টাকা।'
আলুর মতো পেঁয়াজের বাজারও এখনও চড়া। প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। পুরোনো দেশি পেঁয়াজের দাম পড়ছে প্রতি কেজি ১৪০ থেকে ১৫০ টাকা।
গত ১৩ সেপ্টেম্বর আলুর দাম খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা এবং হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭ টাকা এবং প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা বেঁধে দিয়েছিল সরকার। যদিও ব্যবসায়ীরা এ দাম মানছেন না।