৪ জানুয়ারি পর্যন্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে বিএনপি
চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির সময় আরও তিনদিন বাড়িয়ে ৪ জানুয়ারি পর্যন্ত পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে এই প্রচারণা চালানো হচ্ছে।
আজ সোমবার (১ জানুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, "আগামীকাল ২ জানুয়ারি মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিএনপিসহ সমমনা দলগুলো শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আবারো গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে।"
প্রথম দফায় গত ২৬ থেকে ২৮ ডিসেম্বর গণসংযোগ কর্মসূচির ঘোষণা করে বিএনপি, যা পরে দুই দফায় বাড়িয়ে ১ জানুয়ারি পর্যন্ত করা হয়।
এছাড়া, গত ২০ ডিসেম্বর সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় দলটি, এবং আদালতে কোনো মামলায় হাজিরা না দিতে দলের নেতা-কর্মীদের নির্দেশনা দেয়।
বিএনপির সাথে জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, এলডিপি, এবি পার্টিসহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলও নির্বাচন বর্জনের প্রচারণায় যুক্ত রয়েছে।