নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামে বন্ধ ট্রেন চলাচল
রাজধানীর গোপীবাগে গতকাল (শুক্রবার) 'বেনাপোল এক্সপ্রেস' ট্রেনে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনার পর চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে যাতায়াত করা তিনটি ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ, শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় স্টেশন মাস্টার জাফর আলম এই তথ্য নিশ্চিত করেছেন।
স্টেশন মাস্টার জানান, সাম্প্রতিক ঘটনার আলোকে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে সকাল ১০ টায় যাত্রা শুরু করা ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটিও রয়েছে।
এছাড়াও বিকেল ৩ টায় ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস এবং সন্ধ্যা সাড়ে ৫ টায় নাজিরহাটগামী ট্রেন দুটিও নিরাপত্তার কারণে স্টেশন থেকে ছাড়েনি।
রেলের কর্মকর্তারা জানিয়েছেন, এই ট্রেনগুলির চলাচল আগামীকাল (রবিবার) ভোটের দিনও বন্ধ থাকবে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের চলাচলও বন্ধ রাখা হয়েছে।
এদিকে রাজধানীর গোপীবাগে গতকাল রাতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ আরও আটজন বর্তমানে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আর পৃথক ঘটনায় চট্টগ্রাম আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন মহানগর এক্সপ্রেস থেকে পালানোর চেষ্টাকালে রেলওয়ে পুলিশ দুইজনকে আটক করেছে। আজ (শনিবার) দুপুরে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর তাদের আটক করা হয়।
যদিও রেলওয়ে পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বলেছে যে তারা পালানোর চেষ্টা করছিল কারণ তাদের কাছে যাত্রার টিকিট ছিল না।