নির্বাচনের কোনো পরিবেশ নেই, অভিযোগ তৃণমুল বিএনপির তৈমুর আলমের
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের তৃণমুল বিএনপির প্রার্থী এবং দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার অভিযোগ করেছেন, নির্বাচনের কোনো পরিবেশ নেই।
রোববার (৭ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
তৈমুর বলেন, 'সকাল থেকে আমার এজেন্টদের বাধা দেওয়া হচ্ছে। আমার লোকজনের ওপর হামলা করা হচ্ছে। কঠিন অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করতে হচ্ছে। চনপাড়া আর মৈকুলীতে আমার কোনো এজেন্ট নেই। নির্বাচনের কোনো পরিবেশ নেই।'
আঞ্চলিক নির্বাচন অফিসে অভিযোগ করা হলেও তারা কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন তৈমুর আলম।
তবে তৈমুর বলেন, তিনিসহ তৃণমূল বিএনপির প্রত্যেক প্রার্থী নির্বাচন চালিয়ে যাবেন।
দুই দিন আগে তৈমুর আলম খন্দকার বলেছিলেন, 'মাটি কামড়ে হলেও আমি নির্বাচনে থাকব। সরকারি দলের প্রার্থীরা কী কী ঘটনা ঘটাল, এসব কাহিনী জনগণ এবং বিশ্ববাসীর কাছে তুলে ধরব।'