ভোট বর্জন সফল, ভোটারদের ‘স্যালুট’ জানাই: মঈন খান
বিএনপি ও সমমনা দলগুলোর ভোট বর্জন কর্মসূচি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এজন্য ভোটারদের 'স্যালুট' জানিয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) দুপুর পর্যন্ত প্রাপ্ত ভোটের খবরাখবর জেনে গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
মঈন খান বলেন, ''আপনাদের টেলিভিশন (গণমাধ্যম) ক্যামেরার ছবি কথা বলে। সিংহভাগ ভোটকেন্দ্র প্রায় ভোটারশূন্য অবস্থায়। বিশ্বের মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে, এই নির্বাচন বাংলাদেশের মানুষ বর্জন করেছে।"
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, "আজকে আমি জনগণকে শুধু বিএনপির পক্ষ থেকে নয়, যে ৬২টি রাজনৈতিক দল এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে– তাদের সকলের পক্ষ থেকে আমি বাংলাদেশের মানুষকে স্যালুট জানাই একটি মাত্র কারণে যে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রশ্নের কোনো দিন আপোষ করেনি, এবারও করবে না।"
ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে কিনা প্রশ্ন করা হলে আবদুল মঈন খান বলেন, ''নিশ্চয়ই সফল হয়েছে।" এখানে আমি স্পষ্ট করে দিতে চাই, এই আন্দোলন শুধু রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ যে লগি-বৈঠার আন্দোলন করে সেই লগি-বৈঠার আন্দোলন আমরা করি না।