কুষ্টিয়ার চারটি আসনের ফলাফল: ইনুর ভরাডুবি, জিতেছেন হানিফ
কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে একটিতে জিতেছেন নৌকার প্রার্থী, বাকি তিনটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিজয়ী হয়েছেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী। তিনি পেয়েছেন, ৮৬ হাজার ৫৩৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদা পটল পেয়েছেন, ৫১ হাজার ৫৬৭ ভোট।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তিনি পেয়েছেন, ৯৮ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৭৯ হাজার ৭৯ হাজার ৭৩৫ ভোট ।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের বর্তমান সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি পেয়েছেন, ১ লক্ষ ২৮ হাজার ৫৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু পেয়েছেন, ৪৩ হাজার ৭২৬ ভোট।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ। তিনি পেয়েছেন ৯৮ হাজার ৪১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ সেলিম আলতাফ জর্জ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন, ৮০ হাজার ১১১ ভোট।
উল্লেখ্য কুষ্টিয়ার চারটি আসনে ভোটার ছিল ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন।