বৃহস্পতিবার টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন শেখ হাসিনা
৭ জানুয়ারির নির্বাচনে দলকে বড় বিজয়ের নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার (১১ জানুয়ারি) টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং মন্ত্রিসভা গঠন করবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, 'বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভা শপথ নেবে।'
নির্বাচন কমিশন আজ সরকারি গেজেটে নির্বাচনের ফলাফল প্রকাশের অনুমোদন দিয়েছে। ফলে আগামীকাল (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।
শপথ গ্রহণের পর আওয়ামী লীগের সংসদীয় দল আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে তাদের নেতা নির্বাচিত করবে এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানাবে। ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেখ হাসিনা। এবার পঞ্চমবারের মতো এ দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি।
রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রীকে শপথ পাঠ করাবেন। এরপর তিনি প্রধানমন্ত্রীকে তার নতুন মন্ত্রিসভা গঠনের জন্য মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে পরামর্শ দেবেন।
তবে কতজন আইনপ্রণেতা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বা কতজনকে নিয়ে মন্ত্রিসভা গঠিত হবে তা জানানি আইনমন্ত্রী।
এদিকে ইসি আজ দ্বাদশ জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করে গেজেট জারি করতে চলেছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
'আমরা ইতোমধ্যে দুপুর ২টার দিকে বিজি প্রেসে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি। আজ সব নির্বাচনি এলাকার গেজেট ঘোষণা করা হতে পারে,' তিনি জানান।
এদিকে প্রেস ব্রিফিংয়ে আনিসুল হক বলেন, ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা সংসদে বিরোধী দল গঠনে ভূমিকা রাখবে।
তিনি বলেন, 'স্বতন্ত্র প্রার্থীরা নিজেদের কী অবস্থানে রাখেন তার ওপর নির্ভর করে সংসদে বিরোধী দলের সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীরা একটি ককাস আহ্বান করতে পারেন। যদি স্বতন্ত্ররা আলাদাভাবে কাজ করার সিদ্ধান্ত নেন, তাহলে জাতীয় পার্টি বিরোধী দল হবে।'
আগামীকাল (১০ জানুয়ারি) দ্বাদশ সংসদের নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। স্পিকারের কার্যালয় সূত্রে জানা গেছে, সংসদ সচিবালয় শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে।
৭ জানুয়ারির সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ২২২টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা, যারা অধিকাংশই আওয়ামী লীগের, ৬২টি আসনে জয়লাভ করেন।
১১টি আসনে জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়েছেন এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং বাংলাদেশ কল্যাণ পার্টি – এ ৩টি দলের তিনজন প্রার্থী নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন।