নির্বাচন বর্জন করে আওয়ামী লীগকে ‘লাল কার্ড’ দেখিয়েছে জনগণ: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে জনগণের অভূতপূর্ব নীরব প্রতিবাদের মধ্যে একটি উদ্ভট প্রহসনের নির্বাচনের মঞ্চায়ন দেখেছে দেশবাসীসহ গোটা বিশ্বের মানুষ। ভোট বর্জন করে দেশের সর্বস্তরের মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়েছে।
চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, "শত ভয়-ভীতি, জেল-জুলুম, প্রলোভন ও সরকারের সাঁড়াশি চাপ উপেক্ষা করে ভোট না দেওয়ার মাধ্যমে জনগণ এ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ১৮ কোটি মানুষের দাবি, এবং গণতান্ত্রিক বিশ্বের আহ্বান পরোয়া না করে– পূর্ব নির্ধারিত ফলাফলের একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে মূলত বিজয় হয়েছে ভোট বর্জনকারী গণতন্ত্রকামী বীর জনতার।"
নির্বাচনের দিন "একটি জঘন্য কালো দিবস" হিসেবে চিহ্নিত হয়ে থাকবে মন্তব্য করে তিনি বলেন, ৭ জানুয়ারি ভোট ডাকাতি, জালভোট, শিশু-কিশোরদের দিয়ে ভোট দেওয়ানোসহ বিভিন্ন অনিয়ম করা হয়েছে।
ভোটার উপস্থিতির হার সম্পর্কে নির্বাচন কমিশনের সমালোচনা করে রিজভী দাবি করেন, এভাবে গোঁজামিলের ভৌতিক হিসাব বানানোর এ ভুয়া হাস্যকর নির্বাচন করে ভোটের ইতিহাসে কলঙ্ক তৈরি করা হয়েছে।
নির্বাচন প্রত্যাখ্যান করে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের বিবৃতি দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এসময় সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা-মামলা ও গ্রেপ্তারের বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গত ৪৮ ঘণ্টায় সারা দেশে ১০৭ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মামলা হয়েছে ৪টি, যেখানে আসামি করা হয়েছে ৩৮৬ জনের অধিক নেতা-কর্মীকে। আহত হয়েছে ৩৫ জনের অধিক নেতাকর্মী। আহত হয়েছে ৩৫ জনের বেশি নেতা-কর্মী।