বিরোধী দল কে হবে তা নতুন প্রধানমন্ত্রী ও স্পিকার ঠিক করবেন: কাদের
বিরোধী দল কে হবে তা নতুন প্রধানমন্ত্রী ও স্পিকার ঠিক করবেন বলে আজ বুধবার (১০ জানুয়ারি) আবারও জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক শেষে ওবায়দুল কাদের আরো জানান, বৈঠকে ড. শিরীন শারমিন চৌধুরীকে স্পিকার এবং শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় বেগম মতিয়া চৌধুরীকে সংসদীয় দলের উপনেতা করারও সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, নূর-ই-আলম চৌধুরী প্রধান হুইপ থাকবেন।
এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের আজ বলেছেন, তিনি বিরোধী দলে ছিলেন এবং একইভাবে থাকতে চান।
তিনি বলেন, 'আমি ঠিক জানি না নিয়মটা কী। তবে আমরা আগেও বিরোধী দলে ছিলাম এবং এবারও বিরোধী দল হওয়ার পরিকল্পনা করেছি। আমরা জনকল্যাণমুখী এবং জনগণের জন্য যেটা ভালো, সেটা করতে চাই।'
জাতীয় পার্টি ২০১৮ সালের নির্বাচনে ২৩টি আসন পেয়েছিল। এবার পেয়েছে মাত্র ১১টি।
এবারের নির্বাচনের পর জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতার দিক দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। এখন দ্বাদশ জাতীয় সংসদে কে বিরোধী দল হবে তা নিয়ে উত্তপ্ত আলোচনার জন্ম দিয়েছে।
গত সোমবার নির্বাচনের পরদিন এক সম্মেলনে ওবায়দুল কাদের বলেছিলেন, 'নতুন প্রধানমন্ত্রী, নতুন সংসদের নেতা বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বিরোধী দল কে হবেন, তা ঠিক করবেন।'