আগামীকাল বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া: ব্যক্তিগত চিকিৎসক
দীর্ঘ পাঁচ মাসের বেশিসময় চিকিৎসাধীন থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খালেদাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
গত বছরের ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া, গত ২৭ অক্টোবর তাঁর রক্তনালীতে সার্জারি করা হয়। তখন থেকেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায়– তাঁকে বেশ কয়েকবার সিসিইউয়ে নেওয়া হয়েছে।
৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, লিভার, চোখসহ নানান ধরনের শারীরিক সমস্যা ও রোগে ভুগছেন। খালেদা জিয়ার সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। এরপর এক নির্বাহী আদেশের মাধ্যমে তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় সরকার। সেই থেকে ছয় মাস পরপর তাঁর সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।