নতুন মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন যেসব মন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী কাল বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবেন। নতুন এ মন্ত্রিসভায় জায়গা হয়নি বর্তমান ১৪ মন্ত্রীর।
বুধবার (১০ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান সচিব।
বাদ পড়া মন্ত্রীরা হলেন:
কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী এস এম রেজাউল করিম, পরিবেশমন্ত্রী ড. শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।