শিশু আয়ানের মৃত্যু: পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খৎনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার (১৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে আয়ানের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাত দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়াও রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এখন পর্যন্ত কতজন রোগী কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে বা দুর্ঘটনায় মারা গেছেন, রুলে সেই তথ্য চেয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) এ নির্দেশনা প্রতিপালন করতে বলা হয়েছে।
রুলে সারাদেশে লাইসেন্সপ্রাপ্ত আর লাইসেন্সবিহীন কতগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলোর তালিকাও তলব করেছেন আদালত। আগামী তিন মাসের মধ্যে এ তালিকা প্রস্তুত করে জমা দিতে বলা হয়েছে।
গত ৩১ ডিসেম্বর খৎনা করানোর জন্য আয়ানকে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে শিশুটিকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়। তবে অনুমতি ছাড়াই 'ফুল অ্যানেসথেসিয়া' (জেনারেল) দিয়ে চিকিৎসক আয়ানের খৎনা করান বলে অভিযোগ করা হয়েছে।
পরে জ্ঞান না ফেরায় আয়ানকে গুলশানে ইউনাইটেড হাসপাতালে পাঠানো হয়। সেখানকার পিআইসিইউতে (শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্র) তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ৭ জানুয়ারি মধ্যরাতে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৯ জানুয়ারি রাজধানীর বাড্ডা থানায় আয়ানের বাবা শামীম আহমেদ বাদী হয়ে ইউনাইটেড হাসপাতাল ও ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক, অজ্ঞাতনামা কর্মকর্তা-কর্মচারী ও একজন পরিচালককে আসামি করে মামলা করেন।
শামীমের অভিযোগ, ৩১ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসায় অবহেলার কারণে তার ছেলের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।