আরেক মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার মামলায় জামিন পেয়েছেন।
পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন জানান, বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম তাহমিনা হকের আদালত জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
সর্বশেষ জামিন নিয়ে গত ২৮ অক্টোবর থেকে রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের করা ১১টি মামলার মধ্যে ১০টিতে জামিন পেয়েছেন ফখরুল।
প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় তিনি এখনও জামিন পাননি, তাই অন্যান্য মামলায় জামিন পেলেও এখনও তিনি কারাগারেই থাকবেন।
বুধবার (১৭ জানুয়ারি) ঢাকা মহানগর হাকিম তাহমিনা হকের আদালত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদকে জামিন দেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমিত কুমার সাহা দুই বিরোধী দলীয় নেতাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ ১০ দিন রিমান্ডের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
কিন্তু গত ১৮ ডিসেম্বর ঢাকার একটি আদালত রিমান্ড আবেদন নাকচ করে দিলেও, তাদেরকে জেলগেটে হাজির করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
গত ১০ জানুয়ারি রাজধানীর রমনা ও পল্টন থানায় রাজনৈতিক সহিংসতার অভিযোগে দায়ের করা আরও ৯টি মামলায় জামিন পান মির্জা ফখরুল।