নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন।
এছাড়া পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন তিনি।
আজ রবিবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের বাসায় মতবিনিময় সভার আয়োজন করে এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ।
তিনি বলেন, 'দলের গঠনতন্ত্রের ২০-এর ১ ধারা অনুযায়ী জিএম কাদের ও চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম।'
তিনি জানান, দলের পরবর্তী কাউন্সিলের আগ পর্যন্ত কাজী মামনুর রশীদ দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
রওশন এরশাদ বলেন, 'জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হোক তা মেনে নিতে পারি না। জাপা ক্রান্তিকাল অতিক্রম করছে। জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নু দলকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন।'
সভায় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম সেন্টু, পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদসহ স্বেচ্ছায় পদত্যাগ করা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রওশন এরশাদের এ ঘোষণার পর পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু আজ দুপুরে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন।