চট্টগ্রাম বিমানবন্দরে সোনার বারসহ স্বাস্থ্য কর্মকর্তা আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চারটি সোনার বারসহ বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। তার নাম এম জেড এ শরীফ। তিনি চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের অধীন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে তাকে আটক করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা জানান, আটক স্বাস্থ্য কর্মকর্তার কাছ থেকে চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। এগুলোর ওজন ৪৬৪ গ্রাম ও বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ টাকা।
তারা জানান, চোরাচালানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই কর্মকর্তাকে তল্লাশি করা হয়। এ সময় তার পরনে জ্যাকেটের পকেট থেকে চার পিস সোনার বার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালানের বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে আলাউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে চোরাচালানের উদ্দেশে এই বারগুলো নিয়েছিলেন।
তারা আরও জানান, এর আগেও স্বাস্থ্য কর্মকর্তা শরীফ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।