ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১২ বাংলাদেশি
অবৈধভাবে ভারত গিয়ে কারাগারে সাজা ভোগ শেষে ১২ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয়। তারা প্রত্যেকেই অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের ত্রিপুরার আগরতলায় কারাভোগ করেছেন।
সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ত্রিপুরার আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহযোগিতায় তাদেরকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তাও দেওয়া হয় দেশে ফিরিয়ে আনা বাংলাদেশিদের।
দেশে ফেরত আসা বাংলাদেশিরা হলেন- সুনামগঞ্জের জবা রানী রায় ও তার ছেলে জগদীশ রায়, নেত্রকোনার মোছাম্মৎ বিউটি, চাঁদপুরের রিয়াদ হোসেন, যশোরের বিনা বেগম ও শেখ সাদি, নওগাঁ জেলার শাহিনা বেগম, জামালপুর জেলার শামীম মিয়া ও তার ভাই সোহান মিয়া, একই জেলার ফারুক হোসেন ও তার স্ত্রী আসমা বেগম এবং ঝালকাঠি জেলার তৃষ্ণা অধিকারী।
সহাকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ বলেন, ১২ জনের মধ্যে ১১ জন চাকরির আশায় দালালের খপ্পড়ে পড়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরবর্তীতে তারা আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। কয়েক মাস কারাভোগের শেষে হাইকমিশনের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তাদের পরিচয় নিশ্চিতকরণসহ দুইদেশের সকল প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগে।
ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের সীমান্তের বিভিন্ন অংশে কাঁটাতারের বেড়া না থাকায় মানব পাচারের ঘটনা ঘটছে বলেও উল্লেখ করেন তিনি।