ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে হবে রোবটিক ফ্যাব্রিকেশন ল্যাব
শিক্ষার্থীদের প্রযুক্তি উদ্ভাবনের সুবিধার্থে সরকার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) একটি রোবটিক ফ্যাব্রিকেশন ল্যাব নির্মাণ করবে বলে ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সপ্তম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
ডিআরএমসি আইটি ক্লাবের টেক কার্নিভালের অংশীদার হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ জামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে 'শেখ জামাল ইনোভেশন গ্রান্ট' চালু করারও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
এ উদ্যোগের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন প্রজন্মের উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের অনুপ্রাণিত করা।
ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভালের লক্ষ্য হচ্ছে, সৃজনশীলতা ও সহযোগিতার চর্চা লালনের মাধ্যমে স্টার্টআপ ও উদ্যোক্তাদেরকে তাদের উদ্ভাবনী আইডিয়া দেখানোর প্ল্যাটফর্ম করে দেওয়া। এ আয়োজন থেকে অংশগ্রহণকারীরা আর্থিক সহায়তা ও তাদের দূরদর্শী ধারণাকে বাস্তবায়নের সুযোগ পাবেন।
প্রতিমন্ত্রী জানান, আইসিটি বিভাগ বার্ষিক ৫০ লাখ টাকার স্পনসর করবে। এর মধ্যে ৩০ লাখ টাকা বিজয়ী উদ্ভাবকদের অনুদান হিসেবে দেওয়া হবে, বাকি ২০ লাখ টাকা উদ্ভাবন প্রতিযোগিতা আয়োজনে ব্যবহার করা হবে।
সাতক্ষীরার তালার একটি গ্রামের স্কুলের ছেলের ফাইটার জেট মডেল তৈরির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশি তরুণরা উদ্ভাবনী। তাদের কেউ যেন প্রতিভা প্রমাণের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তা সরকার নিশ্চিত করবে।
শেখ জামাল ইনোভেশন গ্রান্টের জন্য ডিআরএমসি আইটি ক্লাব তাদের ওয়েবসাইটের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে উদ্ভাবনী প্রযুক্তি ও প্রযুক্তি-চালিত ব্যবসায়িক আইডিয়ার জন্য আবেদন আহ্বান করেছে। ১১ জন বিজয়ী অর্থ পুরস্কারসহ বাংলাদেশি প্রযুক্তি ব্যক্তিত্বদের নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পাবেন বলে জানিয়েছেন আয়োজনকারীরা।
জুনাইদ আহমেদ পলক জানান, বিদ্যমান ৬ লাখ আইটি ফ্রিল্যান্সারের পাশাপাশি আইসিটি খাতে ২০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে বাংলাদেশ। দেশে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১.৭০ লাখ শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। তাই সরকার সারা দেশে আইসিটি দক্ষতা ও উদ্ভাবন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানান তিনি।
রোবটিক ফ্যাব্রিকেশন ল্যাবের জন্য আইসিটি বিভাগ প্রাথমিকভাবে ৩.৫ কোটি টাকা ব্যয় করবে। এ ল্যাবে রোবট তৈরি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও থ্রিডি প্রিন্টিং নিয়ে গবেষণা হবে। এরপর ল্যাবের পরিসর বাড়াতে আরও ১২ কোটি টাকা বিনিয়োগ করবে আইসিটি বিভাগ।
ডিআরএমসির প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বলেন, প্রযুক্তি প্রতিযোগিতায় ইতিমধ্যে ৩০০টিরও বেশি স্কুল ও কলেজের প্রতিযোগীরা অংশ নিয়েছে।