মিয়ানমার সংঘাত: ২৩ দিন পর খুলল সীমান্ত এলাকার ৫ বিদ্যালয়
মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ৫টি প্রাথমিক বিদ্যালয় ২৩ দিন বন্ধ থাকার পর বুধবার (২৮ ফেব্রুয়ারি) খুলেছে।
মায়ানমারের অভ্যন্তরে তাদের বর্ডার গার্ড পুলিশ এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে তীব্র সংঘর্ষের পর গত ৫ ফেব্রুয়ারি স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। মিয়ানমারের সংঘর্ষে দেশটির অভ্যন্তর থেকে আসা মর্টার শেলে বাংলাদেশের অভ্যন্তরে দুজন নিহত হন।
৫টি বিদ্যালয় হলো তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন: ২৩ দিন পর বুধবার ঘুমধুম সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয় খুলবে
তবে সীমান্ত এলাকায় এখনো আতঙ্ক বিরাজ করায় আজ স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন শিক্ষকেরা।
বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন জানান, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকায় বিদ্যালয়গুলোর শ্রেণি কার্যক্রম আবার শুরু হয়েছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ বলেন, অনেকেই জানেন না স্কুল খুলেছে। আর অনেকে এখনো বাড়িঘরে ফিরেননি।
'আশা করছি, আগামী ২–৩ দিনের মধ্যে সব শিক্ষার্থী স্কুলে ফিরবে,' বলেন তিনি।