হয়রানি ও বাড়তি খরচের অভিযোগ করলেন পোশাক রপ্তানিকারকরা
রপ্তানি পণ্যের কাঁচামাল আমদানি কিংবা আমদানির ক্ষেত্রে কাঁচামালের তালিকা, যা এইচএস কোড নামে পরিচিত, তা বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক হয়রানির অভিযোগ তুলেছেন দেশের তৈরি পোশাক রপ্তানি খাতের উদ্যোক্তারা।
এক্ষেত্রে এনবিআরের নির্দেশনা উপেক্ষিত হচ্ছে কিংবা বাড়তি খরচ করতে হচ্ছে বলেও জানান তারা।
মঙ্গলবার (৫ মার্চ) রাজধানীর জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাক বাজেট মিটিংয়ে পোশাক খাতের উদ্যোক্তাদের পক্ষ থেকে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) প্রেসিডেন্ট ফারুক হাসান বলেন, "এইচএস কোডের বিষয়ে সুরাহা করার জন্য এনবিআর থেকে চিঠিও দেওয়া হয়েছে। কিন্তু ফিল্ড লেভেলে তা মানা হয় না। ৩০ বছর আগে বন্ড লাইসেন্স নেওয়ার সময় যেসব পণ্য ছিল, এখন নতুন নতুন পণ্য যুক্ত হচ্ছে । ফলে নতুন নতুন কাঁচামালের তালিকা এইচএস কোডে যুক্ত করা দরকার হচ্ছে।"
"কাস্টমস কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সেটি আমাদেরকে প্রয়োজন মত দেওয়া হচ্ছে না। ২০টির জায়গায় হয়তো ৫টি দেওয়া হয়, আবার একটা 'খরচ' আছে, এসব বিষয়ে এখানে বিস্তারিত আলাপ করতে চাই না," যোগ করেন তিনি।
এদিকে, ব্যবসায়ীদের এমন অভিযোগের জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার জন্য ব্যবসায়ীদেরকে অনুরোধ জানিয়ে বলেন, "হয়রানি হচ্ছে- এটা না বলে, কোথায় হয়রানি হচ্ছে কেস-টু-কেস ভিত্তিতে আমাদেরকে জানান।"
সভায় পোশাক খাতের অপর সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনও মাঠ পর্যায়ে হয়রানির অভিযোগ তুলে ধরে।
সভায় বিজিএমইএ'র পক্ষ থেকে পোশাক রপ্তানির সোর্স ট্যাক্স অর্ধেক কমিয়ে ০.৫ শতাংশ করা এবং তা আগামী পাঁচ বছর পর্যন্ত কার্যকর রাখা, নগদ সহায়তার বিপরীতে আয়কর কমিয়ে অর্ধেক করা এক্সপোর্টার্স রিটেনশন কোটা বা ইয়ারকিউ ফান্ড রাখার বাধ্যবাধকতা অর্ধেক করা, রিসাইকেল ফাইবার উৎপাদনে ভ্যাট অব্যাহতি এবং সাব কনট্রাক্ট এর বিপরীতে ভ্যাট অব্যাহতির যে বর্তমান শর্ত আছে তার সংশোধন করা প্রস্তাব করা হয়।
তাছাড়া, অগ্নি নির্বাপন উপকরণ আমদানির ক্ষেত্রে নতুন নতুন মেশিনারিজ রিডিউস ডিউটিতে আমদানির সুবিধা দেওয়ার প্রস্তাব দেওয়া হয় সভায়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএমইএ'র সভাপতি একেএম সেলিম ওসমান এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যানমেড ফাইবারের কাঁচামাল আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর প্রত্যাহারের দাবি জানানো হয়।
এনবিআর চেয়ারম্যান এ বিষয়ে তার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বলেন, "আমরা অনেক সময় সুযোগ দেই, কিন্তু অপব্যবহার হলে তার জন্য পুরো ইন্ডাস্ট্রিকে সাফার করতে হয়। এজন্য এসব অনিয়ম চেক দেওয়ার সক্ষমতা আমাদের কম থাকলে, তখন বিভিন্ন সুযোগ-সুবিধা রয়ে সয়ে দিতে হয়।"