গ্যাস বিতরণ কোম্পানিগুলোর বিল বকেয়া ২৫ হাজার কোটি টাকা: নসরুল হামিদ
বকেয়া বিল দ্রুত সংগ্রহ করার উদ্যোগ নেয়ার নির্দেশ দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, "সময় মতো বিল না দিলে সরকারি প্রতিষ্ঠানেরও গ্যাসের লাইন কেটে দেয়া উচিত।"
গত জানুয়ারি মাস পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে দেশের ছয়টি গ্যাস কোম্পানির মোট ২৫ হাজার ২৮৫ কোটি ৬৯ লাখ টাকা বকেয়া রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
গত বুধবার (৬ মার্চ) বিকালে চট্টগ্রামে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড- কেজিডিসিএল অধিভুক্ত এলাকায় প্রি পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধনকালে এসব কথা বলেন নসরুল হামিদ।
প্রতিমন্ত্রী বলেন, "সরকারের অনুমোদিত স্থান ছাড়া গ্যাসের নতুন সংযোগ দেয়া হবে না।" একইসঙ্গে অপরিকল্পিত কানেকশন থাকলে সেগুলো বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি।
নসরুল হামিদ বলেন, "চট্টগ্রামে যেন বেইলি রোডের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে। গাফিলতি করলে ব্যবস্থা নেয়া হবে।"
এ সময় অন্যান্যের মধ্যে পেট্রোবাংলা চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার ও কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাকলাইন উপস্থিত ছিলেন।