চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল মোড়ের একটি জুতার সোল কারখানায় লাগা আগুন দুই ঘণ্টার চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক জানান, শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বিকাল ৪টার দিকে টেক্সটাইল মোড়ের 'রংধা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ' নামে একটি জুতার সোলের কারখানায় আগুন লাগে। পাঁচ তলা ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের বায়েজিদ, আগ্রাবাদ ও চন্দনপুরার তিনটি স্টেশনের ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ করে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেন, অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ ছিল। এ কারণে কোনো হতাহত হয়নি।
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্তের পর বলা যাবে। বর্তমানে দুর্ঘটনা কবলিত স্থানটি সুরক্ষিত আছে।