শুক্রবার টিকিটের জন্য রেলের ওয়েবসাইটে রেকর্ড হিট
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট কাটতে আজ শুক্রবার (২৯ মার্চ) সবচেয়ে বেশি সংখ্যক মানুষ রেলওয়ের ওয়েবসাইটে চেষ্টা (হিট) চালিয়েছেন।
এদিন সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে আধা ঘণ্টায় এক কোটি ২৮ লাখ বার চেষ্টা চালানো হয়েছে। পরবর্তী ১৫ মিনিটের মধ্যে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ২ কোটিতে।
সহজ.কমের তথ্যমতে, সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় ওয়েবসাইটে ২ কোটি ২০ লাখেরও বেশি হিট হয়েছে, যা এ বছর সর্বোচ্চ।
আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের জন্য আগামী ৮ এপ্রিলের ১৫ হাজার ৮৯০টি টিকিট বিক্রির জন্য ছাড়া হয়।
দুপুর ২টা থেকে ছাড়া হয় পূর্বাঞ্চলের ১৬ হাজার ৬৯৬টি টিকিট। সেখানেও প্রথম ৩০ মিনিটে হিটের সংখ্যা ৯৬ লাখ ৮০ হাজার।
পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চল মিলে ট্রেনের মোট টিকিট ৩২ হাজার ৫৮৬টি। শুক্রবার রাত ৮টা পর্যন্ত প্রায় ৩২ হাজার টিকিট বিক্রি হয়েছে।