৫ হাজার টাকার এলইডি বাতি ২৭ হাজার ৭০০ টাকায় কিনেছে রেল, দুদকের অভিযানে ধরা
বাজারে প্রতিটি এলইডি বাতির দাম সর্বোচ্চ ৫ হাজার টাকা। কিন্তু তা কেনা হয়েছে ২৭ হাজার ৭০০ টাকায়। বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে এমন ঘটনার প্রমাণ পেয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) চট্টগ্রাম নগরীর সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের কার্যালয়ে দুদক চট্টগ্রামের একটি টিম এ অভিযান পরিচালনা করে এলইডি বাতিসহ নানা প্রকার যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম পেয়েছে।
দুদকের তথ্যমতে, দুদক টিম বৈদ্যুতিক প্রকৌশলীর কার্যালয় থেকে ৯০টি এলইডি বাতি কেনার তথ্য সংগ্রহ করে। সেগুলোর ক্রয় সংক্রান্ত নথি থেকে জানা যায়, প্রতিটি এলইডি বাতি ২৭ হাজার ৭০০ টাকায় ক্রয় করা হয়েছে।
দুদক কর্মকর্তারা জানান, এসব পণ্যের দাম কীভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে কোনো সরকারি দলিল বাজার মূল্য নির্ধারণ কমিটি দেখাতে পারেনি।
এ ব্যাপারে দুদকের সহকারী পরিচালক এনামুল হক বলেছেন, "এলইডি লাইট ছাড়াও রেলের লিফটিং জ্যাক, ড্রিলিং মেশিন এবং কাটিং জ্যাক ক্রয় সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ করেছে দুদকের টিম।"
নথিতে দেখা যায়, এই পণ্যগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৮১ লাখ টাকা হলেও এই পণ্যগুলো ১ কোটি ৯৭ লাখ টাকার অধিক ব্যয়ে কিনেছে রেল।
দুদক ঠিকাদার নিয়োগের ক্ষেত্রেও অসংগতি খুঁজে পেয়েছে। একই ঠিকানায় নিবন্ধিত দুটো প্রতিষ্ঠান রেলের দরপত্রে অংশগ্রহণ করার পর একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়।
এনামুল হক বলেন, আরো কয়েকটি স্থানে রেলের বিভিন্ন কার্যালয়ে অভিযান চালিয়ে অনেক অসংগতি পাওয়া গেছে।
এনামুল হক বলেন, আমরা এগুলো ভালো করে পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেব।