২৭.৮৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/news_255830_1.jpg)
২৭ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোলাম মোহাম্মদ আলমগীরের ৮১ কোটি ৩৯ লাখ টাকার সম্পদ অর্জনের বিপরীতে তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৫৩ কোটি ৫৩ লাখ টাকা। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার অপরাধ করেছেন।
এদিকে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সাবেক পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ২ কোটি ৮১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
দুদক মহাপরিচালক জানান, আব্দুল্লাহ আল মামুন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের বিভিন্ন পদে চাকুরিকালীন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ২ কোটি ৮১ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এছাড়া সাবেক উপসচিব ও মুক্তিযোদ্ধাদের ডাটাবেইজ তৈরি ও গণউদ্বুদ্ধকরণ শীর্ষক কর্মসূচির পরিচালক সৈয়দ মুজিবুল হক, জাপান বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপার্স লিমিটেডের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদ হোসেন ও এর চেয়ারম্যান সেলিম প্রধানের বিরুদ্ধেও পৃথক মামলা করা হয়েছে।