২৭.৮৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলায় ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গ্রেপ্তার
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/max_group_chair_alomgir.jpg)
ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীরকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোলাম মোহাম্মদ আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। এরপর সেখান থেকে তাকে আদালতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।
এর আগে ২৭ কোটি ৮৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গতকাল গোলাম মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে মামলা করে দুদক।
সংস্থাটি জানায়, গোলাম মোহাম্মদ আলমগীরের ৮১ কোটি ৩৯ লাখ টাকার সম্পদ অর্জনের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৫৩ কোটি ৫৩ লাখ টাকা। তিনি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারার অপরাধ করেছেন।