বুয়েটে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি ছাত্রলীগের
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রলীগ। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক সিট ফিরিয়ে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।
রবিবার (৩১ মার্চ) কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের একটি ইউনিটের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি বলেন, 'আমাদের এক ভাই স্বাধীনতা দিবসের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এ কারণে তার আবাসিক হলের সিট বাতিল করা হয়েছে। আমরা ২৪ ঘণ্টার মধ্যে তার সিট ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।'
কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়টি অসাংবিধানিক ও মৌলিক অধিকারের লঙ্ঘন বলেও অভিহিত করেন।
ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার দাবির পাশাপাশি কর্মসূচি থেকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বুয়েটে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।
উল্লেখ্য, ২০১৯ সালে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরও গত বুধবার (২৭ মার্চ) মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায়।
এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা কয়েক দফা দাবি নিয়ে বুয়েট প্রশাসনকে লিখিত আকারে জানান। সেই সঙ্গে তারা ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনও শুরু করেন। তারা ছাত্রলীগ নেতা রাব্বির স্থায়ী বহিস্কারের দাবি জানান।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাব্বির হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফিরিয়ে আনার দাবি জানিয়ে গতকাল রাতে পাল্টা কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ।
এদিকে আজ সকালে বিরূপ আবহাওয়ার কারণে বুয়েট শিক্ষার্থীরা তাদের তৃতীয় দিনের কর্মসূচি স্থগিত করেন। এদিন সকাল ৭টায় তাদের ক্যাম্পাসের শহীদ মিনারে কর্মসূচি করার কথা ছিল।
শিক্ষার্থীরা জানান, আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।