ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু ৩ এপ্রিল
ঈদ শেষে ঢাকামুখী মানুষের জন্য ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত টানা সাত দিন অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩ এপ্রিল দেওয়া হবে ১৩ এপ্রিলের টিকিট, ৪ এপ্রিল দেওয়া হবে ১৪ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ৯ এপ্রিল পর্যন্ত ১৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।
এদিকে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নির্বিঘ্ন করতে অন্যান্য পরিবহনের মতো বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২ এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন।