বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৩ জন গ্রেপ্তার
বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও একজনকে অপহরণের ঘটনার মামলায় সন্দেভাজন আরও তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল চারটার দিকে রুমার ইডেন পাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমি (ক্রাইম অ্যান্ড অ্যাডমিন)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রুমা উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইডেন পাড়ার বাসিন্দা ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়াল বমের ছেলে ভান লাল থাং বম (৪৫) এবং লাল চেও সাং বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম।
আগামীকাল শুক্রবার তাদেরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে মো. রায়হান কাজেমি। ব্যাংক ডাকাতির ঘটনায় এ পর্যন্ত রুমা থানায় ৫টি এবং থানচি থানায় ৪টি মামলা হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে চলমান অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত আটকের সংখ্যা দাঁড়াল ৫৮ জনে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রুমার বম অধ্যুষিত এলাকায় যৌথবাহিনী অভিযান চালানোর জন্য বম পাড়ার সাধারণ বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করে।
আহ্বানে সাড়া দিয়ে রুমা বাজারের পাশে ইডেন পাড়া, লাইরুংপি পাড়া এবং আরও কয়েকটি বম পাড়াবাসী স্থানীয় মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নেন।
দুপুর ২টা পর্যন্ত তারা সেখানে অবস্থানের পর বাড়ি ফিরে যান বলে জানা গেছে।
মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক ও রুমা সাঙ্গু কলেজের অধ্যক্ষ সুইপ্রুচিং মারমা এর আগে প্রায় দুইশজন বম নারী, পুরুষ ও শিশুর সাময়িক আশ্রয় গ্রহণের কথা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন।
গত ২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের ৩টি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া লুট করে বেশকিছু অস্ত্র ও গুলি।
দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট [কেএনএফ] জড়িত বলে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ গোষ্ঠীটি পাহাড়ে 'বম পার্টি' নামে পরিচিত।
এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ [বিজিবি] ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন [র্যাব]।