ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে কামাল উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শাহজাদাপুর গ্রামে লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কামাল শাহজাদাপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে। আহতদের উদ্ধার করে স্থানীয় ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহজাদাপুর গ্রামে তিতাস নদীর তীরে সরকারি একটি খাস জমিতে দীর্ঘদিন ধরে ধান চাষ করে আসছিলেন কাউছার মিয়া নামে এক ব্যক্তি। তিনি স্থানীয় ইউপি সদস্য নাজমা আক্তারের সমর্থক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই।
সম্প্রতি ইউপি চেয়ারম্যান আসমা আক্তারের সমর্থকরা ওই জমি দখলে নেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে দু'পক্ষের বিরোধের জেরে শনিবার বেলা ১১টা থেকে সংঘর্ষে জড়ায় উভয়পক্ষ।
দফায় দফায় চলা এ সংঘর্ষে কামাল উদ্দিন আহত হন। পরে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
]সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।