চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ, স্বজনদের মারধরে আইসিইউতে চিকিৎসক
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগে এক চিকিৎসককে মারধর করেছেন শিশুটির স্বজনরা। এতে গুরুতর আহত হয়ে ওই চিকিৎসক এখন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
আহত চিকিৎসকের নাম রিয়াজ উদ্দিন। চট্টগ্রামের ও আর নিজাম রোডে অবস্থিত মেডিক্যাল সেন্টার হাসপাতালে আজ রবিবার দুপুরে তিনি মারধরের শিকার হন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান হাসপাতালটির ব্যবস্থাপক মোহাম্মদ ইয়াছিন।
এ নিয়ে গত পাঁচ দিনে চট্টগ্রামে দ্বিতীয়বার কোনো চিকিৎসকের ওপর হামলা হলো। গত বুধবার (১০ এপ্রিল) পটিয়া জেনারেল হাসপাতালে এক আওয়ামী লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ওই নেতার কর্মী-সমর্থকরা এক চিকিৎসকের ওপর হামলা করেছিলেন।
চট্টগ্রামের মেডিক্যাল সেন্টার হাসপাতালের পরিচালক ডা. সাহেদ পারভেজ খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ব্রংক নিউমোনিয়ায় আক্রান্ত মুনতাহা নামে এক বছর বয়সী শিশুকে শনিবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে প্রথমে এনআইসিইউতে (নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট) নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্ট দেওয়া হয়।'
তিনি আরও বলেন, 'শিশুটির বাবা মোহাম্মদ সুমনের উপস্থিতিতেই সম্পূর্ণ চিকিৎসা কার্যক্রম চালানো হয়। আজ রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে শিশুটি মারা যায়। এরপর সুমনের নেতৃত্ব ১০-১৫ জন এসে ভুল চিকিৎসার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজ উদ্দিনকে মারধর করেন। একপর্যায়ে ডা. রিয়াজ অজ্ঞান হয়ে পড়েন। এরপরও তাকে লাথি মারতে থাকেন হামলাকারীরা।'
হাসপাতালটির পরিচালক জানান, পরে ডা. রিয়াজকে উদ্ধার করে হাসপাতালের এনআইসিইউতে ভর্তি করা হয়। প্রায় ২৫ মিনিট পর তার জ্ঞান ফেরে। মাথায় একের পর এক লাথি মারার কারণে তার ব্রেন হেমারেজ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পরে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বিকেল সাড়ে ৫টার দিকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকতারুজ্জামান বলেন, 'অভিযোগে রোগীর বাবার নাম আছে। সিসিটিভি ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বিকেল ৫ টার দিকে আহত চিকিৎসককে দেখতে আসেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী।
এ সময় তিনি টিবিএসকে বলেন, 'কোনো রোগী মারা গেলে চিকিৎসকের ওপর যদি হামলা হয়, তাহলে তারা (চিকিৎসকরা) রোগীকে সেবা দিতে ভয় পাবেন।'
গত ১০ এপ্রিল পটিয়ায় চিকিৎসকের ওপর হামলার ঘটনায় এখনও জড়িতদের কেউ গ্রেপ্তার না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন। সেইসঙ্গে দু'টি হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান তিনি।