টিকেট ছাড়া পার্কে প্রবেশ, শিশুদের কান ধরে দাঁড় করিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে
শরীয়তপুর পার্কে টিকেট ছাড়া পাঁচ শিশু প্রবেশ করায় তাদেরকে আটক করে গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনউদ্দিন তাদেরকে কান ধরে দেড় ঘণ্টা পর্যন্ত দাঁড় করিয়ে রেখে শাস্তি দেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শরীয়তপুর পার্কে এ ঘটনা ঘটে। পার্কে আসা দর্শনার্থীরা মুঠোফোনে এ ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায়, চার শিশু কান ধরে দাঁড়িয়ে আছে। পাশে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন গ্রাম পুলিশ সদস্যরা। সেখানে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাগত কণ্ঠে কিছু বলছেন শিশুদের।
পরে যেসব শিশুর বয়স ১০ বছরের মধ্যে, তাদের কাছ থেকে পার্কে প্রবেশের টাকা রেখে ছেড়ে দেওয়া হয়। আর যাদের বয়স ১৩ বছর, তাদেরকে রাত ৮টা হতে সাড়ে ৯টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখা হয়। রাত সাড়ে ৯টার দিকে পার্ক বন্ধ করার সময় হয়ে এলে ওই শিশুরা গার্ডদের চোখ এড়িয়ে পার্ক থেকে বের হয়ে যায়।
তবে ইউএনও মো. মাইনউদ্দিন শিশুদের কান ধরে দাঁড় করিয়ে রাখার বিষয়টি অস্বীকার করেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দিন আহামেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি তার নজরে আসেনি; তবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
এমন ঘটনায় শিশুদের অভিভাবক ও শরীয়তপুরের সচেতন মহল নিন্দা প্রকাশ করেছে।