চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের একদিন পর তা ছাড়িয়ে বুধবার (১৭ এপ্রিল) চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল জেলায়।
বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় দেশের এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। জেলায় বাতাসের আর্দ্রতা মাপা হয়েছে ২২ শতাংশ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, 'চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৈশাখের শুরুতে গরমে মানুষ হাঁপিয়ে উঠেছেন।'
গত তিনদিন ধরে জেলায় তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বুধবার দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
হঠাৎ করে গরম বেড়ে যাওয়ায় জেলার সড়কগুলোতে মানুষের চলাচল কমে গেছে। প্রখর রোদে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন।
আলমডাঙ্গা উপজেলার জামজামি গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, 'সূর্যের তাপের কারণে বেশি সময় মাঠে অবস্থান করা সম্ভব হচ্ছে না।'
অতিরিক্ত তাপের কারণে ধান গাছ ও জমির পানি শুকিয়ে যাচ্ছে জানিয়ে এ কৃষক ফলন বিপর্যয়ের আশঙ্কা করেন।
চুয়াডাঙ্গা জজ কোটের আইনজীবী আহসান আলী বলেন, 'বৈশাখ মাসের প্রথমদিকেই এত গরম, এখনও বাকি মাস পড়ে আছে। রাস্তা থেকে তাপ উঠছে। মুখ, পাসহ শরীর জ্বলে যাচ্ছে।'