মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের নিয়ে জাতিসংঘের অভিযোগ পর্যালোচনা করছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
মালয়েশিয়ায় গিয়ে বাংলাদেশি কর্মীদের বিভিন্ন ধরনের প্রতারণা শিকার হওয়ার বিষয়ে জাতিসংঘসহ মানবাধিকার কর্মীদের অভিযোগের বিষয়ে পর্যালোচনা করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার (২১ এপ্রিল) মন্ত্রণালয়ে সাংবাদিকেদর সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মালয়েশিয়ার শ্রমবাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে এসব তথ্য জানান প্রবাসী কল্যাণ সচিব মো. রুহুল আমিন।
মো. রুহুল আমিন বলেন, 'জাতিসংঘের বিবৃতিটি পর্যালোচনা করা হচ্ছে। এরপর সংস্থাটিকে এ বিষয়ে জানানো হবে। মালয়েশিয়ান পক্ষের বিষয়ে যেসব কথা এসেছে, সেগুলো তারা জবাব দেবে। আমাদের ব্যাপারে যেসব বক্তব্য, সে বিষয়ে আমরা রেসপন্ড করব।'
শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা কর্মসংস্থানের আশায় সরকারি শ্রম অভিবাসন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি অভিবাসীদের অবস্থা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসীদের ভয়াবহ মানবিক পরিস্থিতির সমাধন করতে এবং তাদের শোষণ, অপরাধীকরণসহ অন্যান্য মানবাধিকার লঙ্ঘন থেকে রক্ষা করার জন্য জরুরি পদক্ষেপ নিতে হবে মালয়েশিয়াকে।
তারা বলেন, উভয় দেশের সরকারের কিছু উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এই ব্যবসার সঙ্গে জড়িত বা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না বলে তারা খবর পেয়েছেন।
প্রবাসী কল্যাণ সচিব রুহুল আমিন জানান, ২০২২ সালের আগস্ট মাসের পর থেকে মালয়েশিয়ায় যাওয়া অন্তত ৫ হাজার বাংলাদেশি কাজ পাননি।
'বেকারের সংখ্যা মোট কর্মীর মাত্র ১ শতাংশ। তবে ভিজিটর ভিসায় গিয়ে থেকে যাওয়া বা আগে যারা গেছেন, তাদের হিসাব করলে সংখ্যাটা হয়ত আরও বেশি হবে,' বলেন তিনি।
২০২২ সাল থেকে মালয়েশিয়ায় প্রায় ৪.২৭ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে।
মালয়েশিয়া নতুন কর্মী প্রবেশে ৩১ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তারা নতুন করে কর্মী নিয়োগ ব্যবস্থাপনা তৈরি করছে।
রুহুল আমিন বলেন, 'এটি চূড়ান্ত হওয়ার আগে কোনোকিছু বলা যাচ্ছে না। তবে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে দুই দেশের গঠিত যৌথ কারিগরি কমিটির সভা আয়োজনের জন্য ইতিমধ্যেই মালয়েশিয়ার কাছে চিঠি পাঠানো হয়েছে। মে মাসে এ সভা করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে।'
ব্রিফিংয়ে উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, 'অভিবাসন নিয়ে কোনো অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেখানেই সমস্যা তৈরি হচ্ছে, তা সমাধানে কাজ করছে মন্ত্রণালয়।'
তিনি আরও বলেন, 'বিপদগ্রস্ত প্রবাসীদের সুবিধা নিশ্চিত করতে তৎপরতা অব্যাহত আছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সঠিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। আর বিদেশে দক্ষ কর্মী পাঠাতে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলো আধুনিকায়ন করা হচ্ছে।"
গত জানুয়ারিতে সরকার গঠনের পর এই প্রথম সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।