উন্নত চিকিৎসার জন্য আনু মুহাম্মদকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে স্থানান্তর
অর্থনীতিবিদ আনু মুহাম্মদকে উন্নত চিকিৎসাসেবার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।
আজ (২২ এপ্রিল) সকালে তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) পবন চৌধুরী।
আজই স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের একটি নির্ধারিত সংবাদ সম্মেলনের সময় তার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।
এর আগে গতকাল (২১ এপ্রিল) রাজধানীর খিলগাঁও এলাকায় ট্রেন দুর্ঘটনায় অধ্যাপক আনু মুহাম্মদের বাম পায়ের আঙুল কেটে যায়। বেলা ১১টার দিকে দিনাজপুর থেকে ফেরার ট্রেন থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম পায়ের সবকটি আঙুল কেটে ফেলা হয়েছে এবং তার ডান পায়ের বুড়ো আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. বিধান সরকার বলেন, 'অধ্যাপক আনু মুহাম্মদ বিপদমুক্ত।'
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এম আশরাফুল মুনিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দিনাজপুর থেকে ট্রেনে ফেরার সময় অল্প সময়ের জন্য খিলগাঁওয়ে থামে। এই বিরতির সময় সহযাত্রীদের অনুরোধে আনু স্যার সেখানে নামার চেষ্টা করেন।'
জানা গেছে, প্রখ্যাত এই অর্থনীতিবিদ দিনাজপুরের ফুলবাড়ী থেকে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন।
আনু মুহাম্মদদের গাড়িচালক বলেন, 'স্যার [আনু মুহাম্মদ] দিনাজপুরের ফুলবাড়ি গিয়েছিলেন, সেখান থেকে ঢাকায় ফেরার পথে খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনটি কিছু সময়ের জন্য থামে। তখন অনেকেই ওখান থেকে নেমে যান। স্যারও সে সময় নামার চেষ্টা করেন, কিন্তু তখনই ট্রেনটি চলতে শুরু করলে তার পা ট্রেনের নিচে চলে যায়।'