ঢাকায় ‘হিটস্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু
সারাদেশে চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকা নার্সিং কলেজের পাশ দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় সোমবার (২২ এপ্রিল) বিকালে 'হিটস্ট্রোকে' এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাহা আলম জানান, নিহত আব্দুল আউয়াল (৪৫) হবিগঞ্জ জেলার বাসিন্দা।
তিনি বলেন, 'রিকশাচালক দুজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। কলেজের পেছনের রাস্তায় পৌঁছানোর পর তিনি কাঁপতে শুরু করেন এবং হঠাৎ অজ্ঞান হয়ে যান।'
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, হিটস্ট্রোকে রিকশাচালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আজ তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে।
এর আগে গত ১৯ এপ্রিল তিন দিনের হিট অ্যালার্ট বা তাপপ্রবাহ সতর্কতা জারি করেছিল আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা না কমায় সেই হিট অ্যালার্টের সময় আরও তিন দিন বাড়ানো হয়েছে।