স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমালো বাজুস
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/04/23/gold_jwellery_rajib_dhar.jpg)
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতি ভরিতে স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়েছে। সে হিসেবে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, আজ বিকাল ৪টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৬ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেট ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১ হাজার ২৮৩ টাকা।
এ বছরে অষ্টমবারের মতো স্বর্ণের দাম পরিবর্তন করলো বাজুস।