টানা তাপপ্রবাহের পর চুয়াডাঙ্গায় ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত
টানা কয়েকদিনের তীব্র দাবদাহের পর বৃষ্টিতে স্বস্তি নেমেছে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার সাক্ষী চুয়াডাঙ্গা জেলায়।
মঙ্গলবার দিবাগত রাত ১টার পরে বিদ্যুৎ চমকে শুরু হয় মেঘের গর্জন। এরপরই গুড়িগুড়ি বৃষ্টি। চুয়াডাঙ্গা আবহওয়া অফিস ১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, "মঙ্গলবার রাত ১টা থেকে বিদ্যুৎ চমকানো শুরু হয়। বিদ্যুৎ চমকানোর ফলে আকাশ আলোকিত হয়ে পড়ে। এরপর শুরু হয় মেঘের গর্জন। রাত ১টা ১০ মিনিটে শুরু হয় গুড়িগুড়ি বৃষ্টি। বৃষ্টির কোন সম্ভবনা না থাকলেও রাতে হঠাৎ করেই বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়।"
"১.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাত ১টা ৩০ মিনিটে বৃষ্টি ছেড়ে যায়। টানা কয়েক দিন চুয়াডাঙ্গায় তীব্র থেকে অতি তীব্র তাপদাহ চলমান ছিল। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে এখানে। চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস," যোগ করেন তিনি।
পুরো এপ্রিল জুড়ে দেশে তাপপ্রবাহ চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও গতরাতের বৃষ্টিতে স্বস্তি নেমেছে চুয়াডাঙ্গায়।
এ মাসে মোট ৪টি হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। উচ্চ তাপমাত্রার দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানানো হয়েছে।