স্বর্ণের দাম ভরিতে ১,৮৭৮ টাকা কমলো
দেশের বাজারে সোনার দাম আবারও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮৭৮ টাকা কমিয়ে ১ লাখ ৯ হাজার ১৬৩ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাজুস জানায়, আগামীকাল শুক্রবার (৩ মে) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
এতে বলা হয়েছে,স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে।
সে হিসেবে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪ হাজার ১৯৮ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৯ হাজার ৩১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ৭৪ হাজার ২৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৩০ এপ্রিল ভালো মানের একভরি স্বর্ণের দাম দাম ৪২০ টাকা কমানো হয়। তখন ২২ ক্যারেটের স্বর্ণের ভরির দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়।