উপজেলা নির্বাচন প্রভাবিত করবেন না: মন্ত্রী-এমপিদের প্রধানমন্ত্রী
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2024/04/23/pm_hasina_sketch.jpg)
আসন্ন উপজেলা নির্বাচন প্রভাবিত না করার বিষয়ে নিজ দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২ মে) জাতীয় সংসদ ভবনে ক্ষমতাসীন দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যারা দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনে পরিবার-পরিজন ও আত্মীয়-স্বজনকে মাঠে নামিয়েছেন, ভবিষ্যতে তাদেরকেই তাদের সাথে থাকতে হবে।
তিনি উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে দলীয় কর্মকর্তাদের নির্দেশনা দেন।
আওয়ামী লীগের সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'সংসদ সদস্যদের আত্মীয়রা উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, এটা খুবই খারাপ।'
যারা দলের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের একজন সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, 'আওয়ামী পরিবারকে আরও বড় করতে হবে। শুধু সংসদ সদস্যদের আত্মীয়-স্বজন নির্বাচনে অংশ নেওয়ার জন্য লড়বে এটা মোটেই ভালো দৃষ্টান্ত উপস্থাপন করবে না, সবার সমান সুযোগ পাওয়া উচিত।'
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, '১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে গত ৭ জানুয়ারি। উপজেলা নির্বাচনেও এমন ভোট চাই।'
দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'আমার অনুমতি নিয়ে অনেকেই স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের জন্য কোনো ধরনের সমস্যা তৈরি করবেন না।'